সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র
অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ৭০(সত্তর)বোতল, মাদকদ্রব্য ফেনসিডিল সহ, ১ জনকে আটক করেছে, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ।
বুধবার (০৩/০১/২০২৪) রাত্র ০৪.৪৫ ঘটিকায় সময় এসআই, পিন্টু লাল দাস, এএসআই মোঃ আবু সুফিয়ান, সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর” হতে ৭০(সত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ, আসামী আবুল কালাম গাজী(বকুল)(৫৪) কে গ্রেফতার করে।
আসামির পিতা-নাসির উদ্দিন গাজী, গ্রাম-উত্তর ভাদিয়ালী, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই, পিন্টু লাল দাস,ও এএসআই মোঃ আবু সুফিয়ান, সঙ্গীয় ফোর্সের সহায়তায় বোয়ালিয়া গ্রামের ওই স্থানে অভিযান চালায়। এসময় রাস্তার উপর থেকে ৭০(সত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ, মাদক ব্যবসায়ী, আসামী আবুল কালাম গাজী(বকুল)(৫৪) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানার একটি মামলা করা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০৩/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।