আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টার:
আজ বুধবার ১১ জানুয়ারি ও আগামীকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে "জেলা সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান" এর উদ্বোধন।
১১জানুয়ারি সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি হতে সাতক্ষীরা জেলার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে এক আনন্দ র্যালি শহরের পাকাপুলের মোড় প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হবেন।
সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে জেলা সাহিত্য মেলা'র উদ্বোধন করবেন বাংলাদেশ সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা (সদর-২) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর আমানউল্লাহ আল হাদি, সাতক্ষীরা মহিলা কলেজের প্রফেসর বাসুদেব বাসু, বাংলা একাডেমী (ঢাকা) উপ-পরিচালক ইমরুল ইউসুফ।
সকাল ১০ টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করবেন সাহিত্যিক গাজী আজিজুর রহমান, আলোচনা করবেন সাতক্ষীরা মহিলা কলেজের প্রফেসর বাসুদেব বাসু, নাট্যকার ও চলচ্চিত্রকার খায়রুল বাশার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক প্রফেসর আব্দুল হামিদ, কবি ও সাহিত্যিক মোস্তাক আহমেদ শুভ্র, সাহিত্যিক গাজী শাজাহান সিরাজ প্রমুখ।
দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে লেখক কর্মশালা, এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ইমরুল ইউসুফ ও খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ এর সাবেক অধ্যক্ষ এস এম হারুন উর রশীদ।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা সাহিত্য মেলা'র দ্বিতীয় দিন ১২ জানুয়ারি দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি সাহিত্যিকদের স্বরচিত সাহিত্য পাঠ ও বিকালে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাতক্ষীরা জেলা পর্যায়ের উক্ত সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার সকল সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিত থাকার জন্য সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন আহ্বান জানিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।