আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা প্রেসক্লাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট আইনজীবি শাহনেওয়াজ পারভীন মিলি, লেডিস ক্লাবের যুগ্ন সম্পাদক ও আইনজীবি এড: ফেরদোসী আরা লুিচ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীর কুমার, সাতক্ষীরা সদর থানা এসআই (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল) অপর্না বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক তাসরিনা, সাংবাদিক ফারুক রহমান ও যুব সদস্যবৃন্দ।
সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ)।
বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হ্রদয় মন্ডল, লাল গোলাপ যুব সংঘের সাধারণ সম্পাদক সামিরা খাতুন প্রান্তিক যুব সংঘের সদস্য উর্মি খাতুন, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর সাকিব হাসান।