আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল উপলক্ষে সারা বিশ্বের ন্যায়
সাতক্ষীরায় পবিত্র ঈদুল
ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টার সময় সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন
হাফেজ খতিব জালাল উদ্দিন।
ইমামের বয়ান শেষে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদসহ আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সহ কেন্দ্রীয় ঈদগা কমিটির সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুল, মাওলানা আফসার উদ্দিন, হাফেজ, আলেম-ওলামা সহ ধনী ,গরিব , সর্বস্তরের মুসলিম উম্মাহ। এসময় ঈদুল ফিতরের নামাজের খুতবা পাঠ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরবর্তীতে একই স্থানে একাডেমী মসজিদে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় ৪৫ মিনিটে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় উক্ত
নামাজে ইমামতি করেন মাওলানা মুফতি মোঃ দিদারুল ইসলাম।