আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরায় অবৈধভাবে জমি দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফনিন্দ্র নাথ দত্ত সরকার ও তার ভাই নরেন্দ্র নাথ দত্ত সরকার।
রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা শ্রী ফনিন্দ্র নাথ দত্ত সরকার ও নরেন্দ্র নাথ দত্ত সরকার, পিতা-মৃত সমরেন্দ্র নাথ দত্ত, গ্রাম-কুমিরা, ডাক-কুমিরা, থানা-পাটকেলঘাটা, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ৪৮৭২ দাগে ৪৮ শতক ও অন্যান্য দাগে ১.৮৫% শতক ও পাছা মৌজায় ২.৫৮ একর জমি, দুই ভাই দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছি, এটি সহকারী কমিশনার ভূমি তালা কর্তৃক ১৩১৫/০৭-০৮ নাম পত্তন কেসমুলে ভোগ দখল করছি।
কিন্তু কিছুদিন পূর্বে আমার আপন অপর ভায়েরা উক্ত জমি জবর দখল করার চেষ্টা করছে। গত ১৮ আগস্ট সকাল ৯টার সময় আমার আপন ভাই মনিন্দ্র নাথ দত্ত সরকার, ভাইপো রাজীব দত্ত সরকার ও কুমিরা গ্রামের সিরাজুল মোড়লের পুত্র কামরুল মোড়ল, তছেল উদ্দীন এর পুত্র ফারুক বিশ্বাস, মোতালেবের পুত্র আমীর মোড়লসহ বেশ কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে পুনঃরায় দখলের ষড়যন্ত্র করে এবং আমাদেরকে হুমকি ধামকী প্রদান করে।
সকল মামলায় তারা পরাজিত হয়ে। বর্তমানে অবৈধভাবে জবর দখলের পথ বেছে নিয়েছে। এমনকি তারা সংঘবদ্ধভাবে আমাদের কিংবা আমাদের পরিবারের সদস্যদের উপর নানাবিধ হুমকি, ধামকি দিচ্ছে। যার ফলে আমরা সর্বদা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যাতে সুবিচার পায় এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করিতে পারি তাহার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।