আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ডিজএ্যাবিলিটি ইনক্লুসিন স্ট্রেনদেনিং এ্যাসোবিলিটি (ডিআইএসএ) প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাসরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) প্রণয় বিশ্বাস ও সহকারী কমিশনার এস.এম আকাশ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিকবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, বেসরকারি বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) ব্যক্তিবর্গ।
শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উওঝঅ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে মাসরুবা ফেরদৌস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিবছর সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি প্রকল্প বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা ও মতামত প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) আব্দুল হামিদ, সাতক্ষীরা খ্রিস্টান এসাসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী, সাতক্ষীরা ক্যাথলিক চার্চের পালক পুরোহিত রে: ফাদার নরেন বৈদ্য, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আবুল খায়ের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ঋষি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ হাসান মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি। ২ বছর মেয়াদী এ প্রকল্পে আর্থিক অনুদান প্রদান করবেন মানুষের জন্য ফাউন্ডেশন। সভা সঞ্চলনার দায়িত্ব পালন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য লুইস রানা গাইন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।