সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা, রেমাল/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনবাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে¡ প্রধান অতিথি হিসেবে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।
সাতক্ষীরা সদর উপজেলার ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩০০ কৃষকের মাঝে ৫ হাজার নারিকেল চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম,অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, কৃষি অফিসার প্লাবনী সরকার।