আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে
আনব হাসি সবার ঘরে” এই স্লোগানকে সামনে রেখে
রোববার (১৭ মার্চ ২০২৪) সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা তথ্য অফিস ও জেলা সরকারি গণগ্রন্থাগার’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) লাইলা পারভীন সেঁজুতী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী,
বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সাতক্ষীরা সদর উপজেলা, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।