আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
“সচেতনতা-স্বীকৃতি- মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, সমাজ সেবা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালটেন্ট ডাঃ হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন)মো. তরিকুল ইসলাম,
সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অটিজমরা সমাজের কোন বোঝা নয়। তাদের সমাজে সম্পদে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, অটিজম আক্রান্ত সদস্যের পরিবার জটিলতায় ভোগেন। তাদের পাশে থেকে লেখাপড়ায় উৎসাহ দিতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।