আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
“নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, ক্যাব” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ মার্চ) সকালে সিআরবি ও জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য এক শোভাযাত্রা ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং ক্যাব এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্মকর্তা, ভোক্তা অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হাসান, জেলা পরিষদ সদস্য এ্যাড.শাহনওয়াজ পারভীন মিলি, সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কহিনুর ইসলাম, সিআরবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক বনিক বার্তা সাতক্ষীরা প্রতিনিধি গোলাম সরোয়ার, কামরুজ্জামান রাসেল, অধ্যাপক ইদ্রিস আলি প্রমুখ।
আরো উপস্থিত উপস্থিত ছিলেন শেখ মেনন, এম এম বিল্লাহ, আতিকুর রহমান ছট্টু খান, ফারজানা মুক্তি, শেখ মনিরুল ইসলাম, বন্ধু সভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
সভায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ওজনে কম দেয়া, মূল্য বিভিন্ন রকম, অনিয়মে আরও জরিমানা, এছাড়া প্রিপেইড মিটারের মূল্য বছরের পর ধরে বেশি কর্তন করার বিষয়ে দু:খ প্রকাশ করা হয়।