সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭শে নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আমরা মাদক মুক্ত সাতক্ষীরা গড়তে চাই সকল সাতক্ষীরাবাসীকে সাথে নিয়ে সহ-কর্মীদের সাথে নিয়ে সামাজিক বৈষম্য দূর করতে চাই। নারী পুরুষ সকলের অংশগ্রহনে সামাজিক ভাবে সকল মাদক ও সন্ত্রসারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সহযোগিতা করেন আমরা জেলা পুলিশ আপনাদের পাশে সর্বদা থাকবো। এসময় তিনি কঠোর ভাবে বলেন, কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তথ্য দিবেন তাদের সোজা বাড়িতে পাঠিয়ে দেব, কোন মাদকের সাথে জড়িত সদস্য আমাদের প্রয়োজন নেই।
তথ্যদাতাকে আমরা উপযুক্ত পুরস্কার দেব। এসময় তিনি যুব সমাজকে ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিমনা হতে আহ্বান করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান (প্রশাসন ও অর্থ), সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান সহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার বিভিন্ন সংগঠনের নেত্ববৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।