আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় মৃত্যু ব্যক্তির দুই প্রতিবন্ধী মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেয়া ছাড়া ও ২০ হাজার টাকার অর্থ সহায়তা দিলেন ডিসি হুমায়ূন কবির।
সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয়ে ১৩ মার্চ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ও প্রতিবন্ধী দুই শিশুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি তাদের হাতে এই টাকা তুলে দেন।
উল্লেখ্য কয়েকদিন পূর্বে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু বরন করেন জেলা সদরের চাঁদপুর গ্ৰামের মুদি দোকান ব্যবসায়ী মোজাম্মেল হক।
পূর্ব পরিচিত তরুণ সাংবাদিক জাকির হোসেন, মৃত্যু মোজাম্মেল হক এর আড়াই ফুট উচ্চতার দুটি প্রতিবন্ধী শিশুর অসহত্ব নিয়ে, ফেসবুকে পোষ্ট করলে বিষয়টি সাতক্ষীরার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর দৃষ্টিগোচর হয়, তিনি ওই প্রতিবন্ধী শিশুদের তলব করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনিয়ে তাদের হাতে নগদ এই অর্থ সহায়তা তুলে দিয়ে জানান, আজ থেকে তাদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।