আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনের সাতক্ষীরায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা’র আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীন লিটন।
তিনি বলেন, অভিভাবকরা যদি সচেতন হয় তাহলে বাংলাদেশ শিশু একাডেমি এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, শিশু একাডেমি’র সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট, মোস্তাক আহমেদ শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, জেলা আওয়ামী লীগের নারী নেত্রী নাজমুল নাহার মুন্নী, মন্ময় মনির, আহম্মেদ সাব্বির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিশু একাডেমির আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।