আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় এক মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে এক জন্মদাত্রী মা’কে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (৭ জুলাই) রাতে সাতক্ষীরা সদরের রইচপুর গ্রামের নিজ বাড়ি থেকে মা সুরাইয়া ইয়াসমিন (৩০)কে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মোজাফফর হোসেনের কন্যা এবং খুলনা গিলেতলা গ্রামের মুছা শেখের স্ত্রী। তিনি পিতার বাড়িতেই ২ সন্তানকে নিয়ে থাকতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে, বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সুরাইয়া মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দাবি করে স্থানীরা জানান এর আগেও দুইবার নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। রাতে খবর পেয়ে সদর থানা পুলিশ সুরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মা সুরাইয়া কে থানায় নিয়ে আসা হয়েছে।
শিশুর পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।