আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বি আর টি এ এবং পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে সচেতনতামূলক ঐ ‘রোড শো’ আয়োজন করে।
বিআরটিএ সাতক্ষীরা সাত সার্কেলের সরকারি পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাড়ির মালিক, চালক, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া র্যালি ও মাইকিং করা হচ্ছে।
সাতক্ষীরা শহরের বিভিন্ন বাস স্ট্যান্ড ও পরিবহন কাউন্টার এলাকায় এ কর্মসূচি পালিত হচ্ছে। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া গতিসীমার মধ্যে মোটরসাইকেল, বাস, মিনিবাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন চালানোর জন্য চালকদের দেওয়া হচ্ছে। দ্রুত গতিতে গাড়ি না চালাতে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান কে এম মাহবুব কবীর।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, বিআরটিএ মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গাউস সরদার, বি আর টি এ অফিসের শেখ আমিনুর রহমানসহ অনেকেই।
প্রসঙ্গত; সম্প্রতি সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলায় গত ১৫দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৮জন। আহত হয়েছে তারও বেশি। নিহতদের অধিকাংশই মোটরসাইকেল চালক।