আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বি আর টি এ এবং পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে সচেতনতামূলক ঐ ‘রোড শো’ আয়োজন করে।
বিআরটিএ সাতক্ষীরা সাত সার্কেলের সরকারি পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাড়ির মালিক, চালক, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া র্যালি ও মাইকিং করা হচ্ছে।
সাতক্ষীরা শহরের বিভিন্ন বাস স্ট্যান্ড ও পরিবহন কাউন্টার এলাকায় এ কর্মসূচি পালিত হচ্ছে। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া গতিসীমার মধ্যে মোটরসাইকেল, বাস, মিনিবাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন চালানোর জন্য চালকদের দেওয়া হচ্ছে। দ্রুত গতিতে গাড়ি না চালাতে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান কে এম মাহবুব কবীর।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, বিআরটিএ মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গাউস সরদার, বি আর টি এ অফিসের শেখ আমিনুর রহমানসহ অনেকেই।
প্রসঙ্গত; সম্প্রতি সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলায় গত ১৫দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৮জন। আহত হয়েছে তারও বেশি। নিহতদের অধিকাংশই মোটরসাইকেল চালক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।