বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় ২ নাগরিকের মরদেহ হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ 

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভারতীয় নাগরিকের মরদেহ সেদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে নিহত ওই দম্পতির মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার ১৫ স্টেশন রোড, নলতা/দমদম এলাকার নিমাই চন্দ্র বিশ্বাসের ছেলে অমিম কুমার বিশ্বাস (৫৯) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)।

নিহত অসিম কুমার বিশ্বাস এর সহকর্মী বলরাম (পাসপোর্ট নং-Z 5403214) রাত পৌনে ৮ টায় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট থেকে নিহত দম্পতির মরদেহ গ্রহণ করেন। এসময় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মাজরিহা হোসেন, উপ পরিদর্শক জুয়েল হাসান, ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত কুমার, অনুপ দত্ত সই পুলিশ, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোমরায় ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসেন জানান, খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্পে কর্মরত ভারতীয় নাগরিক ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী অসীম কুমার বিশ্বাস পাসপোর্ট নাম্বার (Z 6370452) গত ১৬ আগস্ট ২০২৩ তারিখে এবং তার স্ত্রী ছবি বিশ্বাস পাসপোর্ট নাম্বার (Z 9062921) গত ৩ নভেম্বর ২০২৩ তারিখে ভোমরা ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। তারা স্বামী-স্ত্রী দুইজন দেশে যাওয়ার জন্য গত ২৫ নভেম্বর সকালে খুলনা শহর থেকে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে আসছিলেন। পথিমধ্যে সকাল সোয়া ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাছে তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টার এর সামনে সাতক্ষীরার খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

বাংলাদেশে অবস্থানকালে তারা রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। খুলনাস্থ ভারতীয় সরকারি হাই কমিশনারের কার্যালয় থেকে প্রদত্ত সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্ত সাপেক্ষে দুই ভারতীয় নাগরিকের মরদেহ নিহত অসীম কুমার বিশ্বাসের সহকর্মী বলরামের মাধ্যমে সেদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।