আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে ১শ টাকা, ডিম প্রতি ডজনে ৮ থেকে ১০ টাকা ও দুধ প্রতি লিটার ১০ থেকে ১৫ টাকা কম মূল্যে বিক্রি করছে তারা।
প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকশ ক্রেতার মাঝে বিক্রি করা হচ্ছে এসব পণ্য। বিক্রেতারা বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।
জানা গেছে, চাহিদার ওপর ভিত্তি করে গত ২৬ মার্চ থেকে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে এই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় করা শুরু করেন তারা। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান বলেন, গত ২৬ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত কার্যক্রম চলবে। ডিম মাংস ও দুধ আমরা প্রতি লিটার ৬০ টাকা, ডিম ৩৬ টাকা হালি মাংস ৬৭০ টাকা।
বর্তমান বাজারে চলছে ৭৫০ টাকা, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সব মানুষের সুবিধার্থে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর উদ্যোগে আমাদের এই কার্যক্রমে চলমান।
সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল সাকিব বলেন, আমাদের পূর্ণ তত্ত্বাবধানে জবাই থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সবকিছু করা হয়। এখান থেকে যে আর্থিক মুনাফা আসে এটা আসলে ক্ষতি হয় না, এই দামে বিক্রি করার সত্ত্বেও লাভ থাকে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।