সোহারাফ হোসেন সৌরাভ,সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরায় ১৮টি স্বর্ণর বার সহ মো মিঠু সরদার(২৩) নামের এক চারাচালানীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার বেলা দেড়টায় সাতক্ষীরা সদরের বাকাল ব্রীজের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু সরদার সাতক্ষীরা পৌরসভার থানাঘাটা এলাকার মাঃ শওকত আলীর ছেলে। তিনি ভারত পাচারের উদ্দেশ্যে ওই স্বর্ণ সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে যাছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মাঃ ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। এসময় তার মোটরসাইকেল তল্লাশি করে মাদকের বদলে ১৮টি স্বর্নের বার পাওয়া যায়। স্বর্নের বারগুলা অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভিতর টেপ দিয়ে প্যাচানো ছিলো। গ্রেফতারকৃত আসামী ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
ওসি আরও জানান, স্বর্নের বারগুলো মোট ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কাটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্তা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান পরিদর্শন করেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।