আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় ২১ এপ্রিল গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ এপ্রিল)
বিকেলে ৭১ এর বধ্যভুমি স্মৃতি সংরক্ষণ কমিটি আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকারের আহবানে এবং সদস্য সচিব এ্যাড.ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভুমি প্রাঙ্গনে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা (২) সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তফা নুরুল আলম, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, স্বদেশের মাধব দত্ত, সুশীলনের মনিরুজ্জামান, হেনরী সরদার, জাসদ একাংশের শেখ ওবায়দুস সুলতান বাবলু, জাসদ একাশের অধ্যাপক ইদ্রিস আলি, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ বাপ্পী, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক রঘুনাথ বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, দেশ টিভির আমিনা বিলকিস ময়না, জাসদের সুধাংশু সরকার, ল-ফোরামের প্রিয়াংকা, প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরা সভাপতি কর্ণ বিশ্বাস কেডিপ্রমুখ।
সন্ধ্যায় উদীচী সাতক্ষীরা'র সাধারণ সম্পাদক ভাস্কর্য শিল্পী সুরেশ পান্ডে কর্তৃক নির্মিত অস্থায়ী ভিত্তি চত্বরে ৭১ এর শহিদদের উদ্দশ্যে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মীরা। এরপর সঙ্গীত পরিবেশন করেন উদীচী সাতক্ষীরার সঙ্গীত সম্পাদক বিউটি চক্রবর্তী ও রাজু আহমেদ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।