আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার ৭২২ জন গ্রাম পুলিশের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের অর্থায়নে জেলা প্রশাসক চত্বরে সোমবার সকালে এ পরিচয় পত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, নির্বাহী মাজিস্ট্রীট পলাশ আহমেদ, এন ডিসি তানভীর আহমেদ প্রমুখ।
এসময় গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য নির্দেশনা দেয়া হয়।মাদক, চোরাচালান, বাল্যবিয়ে সহ ইফটিজিং নারী নির্যাতন প্রতিরোধে কাজ করার জন্য সর্বসময় প্রস্তুত থাকা, এলাকায় যেকোনো ধরনের অপরাধ এর তথ্য স্ব স্ব ইউ এনও বা মোবাইলের মাধ্যমে পুলিশ এবং জেলা প্রশাসকের নিকট জানানোর জন্য বলা হয়।