শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত।

শুক্রবার (০৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
“নারীর সমঅধিকার, সেসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে নারী দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

লায়লা পারভীন সেঁজুতি এমপি তার বক্তব্যে বলেন,
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ৬০ শতাংশই নারীদের অগ্রাধিকার, দেশের জিডিপিতে সবচেয়ে বেশি গার্মেন্টস শিল্পতে নারী কর্মীদের অংশগ্রহন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন এই দেশটাকে ২০৪১ সালে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে কাজ করছেন। তার সে আশা বা স্বপ্ন পুরনে নারীদের অংশগ্রহণ অবধারিত। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বর্তমানে স্মার্ট বাংলাদেশ আর ২০৪১ সালের উন্নত বিশ্বের বাংলাদেশ অধরা নয়। সেলক্ষ্যে নারী-পুরুষ সকলে এক হয়ে কাজ করতে হবে। নারী যেমন সফলতার পেছনে একজন পুরুষ থাকে তেমনি একজন পুরুষের সফলতার পেছনেও নারী থাকে। তাই নারীদের অবহেলা নয় সু্যোগ দিতে হবে।

প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, আমরা নারী আমরা সব পারি, নারীরাই পারে সকল প্রতিবন্ধকতাকে মাড়িয়ে সামনে এগিয়ে যেতে, জয়ী হতে। নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বা নারীর স্বর্গরাজ্য আজকের বাংলাদেশ। যেখানে প্রধানমন্ত্রী থেকে সংসদে স্পিকার নারী, যেদেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা থেকে প্রশাসনের বড় বড় পোস্টে নারী, পুলিশ সুপার নারী।প্রতিটিটা সেক্টরে আজ নারীরা সফলভাবে প্রতিষ্ঠিত।নারীদের চলার পথ অনেক কঠিন। কেউ তাকে পথ দেখিয়ে দেবে না। নিজেকেই নিজের পথে তৈরি করে নিতে হবে। নারী তার নিজের অধিকার নিজেই আদায় করে নেবে। জাতীয় জীবনসহ সকল স্তরে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।তাহলে নারীর ক্ষমতায়নের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ।

সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস্) মো. আমিনুর রহমান, ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।