সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
ভ্যানের ব্যাটারি বাক্সে লুকিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১৪টি স্বর্ণের বারসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কেড়াগাছী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস কে এম কফিল উদ্দিনের নেতৃত্বে তলুইগাছা বিওপি’র একটি দল সীমান্তের কেড়াগাছী এলাকায় অবস্থায় নেয়। এ সময় আভিযানিক দলটি একটি ব্যাটারি চালিত ভ্যানযোগে যাওয়ার সময় মোঃ জাহাঙ্গীর হোসেনকে আটক করে।
পরবর্তীতে আটক ভ্যানের ব্যাটারি বক্স তল্লাশী করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি এবং মূল্য প্রায় এক কোটি একচল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার তিরানব্বই টাকা।
তিনি আরও জানান, আটক স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।