আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সহ-সভাপতি গ্রাম ডাঃ আশরাফ হোসেন বাবু’র দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আসর সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ সরকারি বয়েজ হাইস্কুল মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে গ্ৰাম ডাঃ আশরাফ হোসেন বাবু’র জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৬ এপ্রিল সকাল ৯ টার সময় তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়সারুজ্জান হিমেল, গ্ৰাম ডাঃ কল্যাণ সমিতির জেলা সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, আলিপুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সভাপতি শোকর আলী, ভোমরা ইউনিয়ন সভাপতি নাছিরউদ্দীনসহ সাতক্ষীরা শহরের সর্বদলীয় জনসাধারণ।
মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন তার একমাত্র পুত্র রিসালাত হোসেন।