পৈতৃক সূত্রে প্রাপ্ত রেজিস্ট্রিকৃত দলিল থাকা সত্ত্বেও শরিকদের কাছ থেকে পাওয়ার মূলে প্রাপ্ত হয়ে জমি জোর পূর্বক আংশিক দখল করেছেন এক দল ভূমি দস্যু চক্র।
ঘটনার বিবরণে প্রকাশ সাতক্ষীরা পৌরসভাধীন মধ্যকাটিয়া এলাকার জৈনক রমজান আলীর ছেলে আজহারুল ইসলাম ও শাহাবুদ্দিন আহমেদ পৈতৃক সূত্রে দলিল মূলে প্রাপ্ত হওয়া ৪.৩৩ শতক জমিতে ১৯৯৩ খীস্টাব্দ থেকে দখলে থেকে বসবাস করে আসছেন এবং ১৯৯৮ সালে ঐ ৪.৩৩ শতক জমি তাদের পিতা
রেজিস্ট্রি করে দেন।
ইতোমধ্যে পাশ্ববর্তী শরিকদের কাছ থেকে পাওয়ার মূলে প্রাপ্ত বৈকারী নিবাসী জৈনক লিটন হোসেন স্বদলবলে আজহারুল ইসলাম এর পৈতৃক সম্পত্তি জোর পূর্বক আংশিক দখল নিয়েছেন।
স্থানীয় গর্ণমাণ্য ব্যক্তি পৌরসভা বা কাটিয়া পুলিশ ফাঁড়ির সালিশের রায়ে আজহারুল ইসলাম এর কাগজপত্র সঠিক বলে রায় দিলে ও পাওয়ার মূলে প্রাপ্ত হওয়া লিটন হোসেন, তার মামা সালেক, পিতা, শ্বশুর, শালাসহ কতিপয় অজ্ঞাত ব্যক্তিরা আজহারুল ইসলামকে তার পৈতৃক সম্পত্তি দখলকারীদের অনুকূলে ছেড় দিতে হুমকি দিয়ে চলেছেন।
শেষ পর্যায়ে ১২ ডিসেম্বর -২০২২ দখলকারী সালেক কর্তৃক কাটিয়া পুলিশ ফাঁড়িতে আজহারুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ করলে আজহারুল ইসলাম তার পৈতৃক রেকর্ড ও নিজ নামিয় দলিল দাখিল করলে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান সালেক ও লিটন গং দের জানান আপনারা যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার জমিতে দখলে করবেন কিন্তু পৈতৃক সূত্রে প্রাপ্ত আজহারুল ইসলাম গংদের জমি দখল করতে পারেননা?
যার কাছ থেকে ক্রয় করেছেন তার জমিতে দখল করে পাঁচিল দিয়ে নেন।
লিটন ও সালেক গং কাটিয়া পুলিশ ফাঁড়ির কক্ষেই যোর গলায় দাম্ভিকতার সূরে বলতে থাকেন যেখানে দখলে আছি সেখানেই দখল করে পাঁচিল দেব।
সে কারণে যে কোন মূহুর্তে সংঘর্ষবদ্ধ দখলবাজ গং কর্তৃক আজহারুল ইসলাম এর ২৯ বছর বসবাস ও পিতা কর্তৃক ২৪ বছর রেজিষ্ট্রিকৃত ৪.৩৩ শতক জমির আংশিক বা পুরোটা সংঘবদ্ধ আক্রমণের মাধ্যমে দখলের আশংকা রয়েছেন।
তাই ভুক্তভোগী আজহারুল ইসলাম গং এর পৈতৃক সূত্রে প্রাপ্ত দুভাই এর ৪.৩৩ শতক জমি বাদে দখলবাজরা যার কাছ থেকে পাওয়ার মূলে প্রাপ্ত হয়েছেন তার জমিতে দখলে যাওয়ার জন্য শান্তিপ্রিয় এলাকাবাসীর অনুরোধ থাকলেও দখলবাজরা সহজ সরল আজহারুল ইসলাম এর জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন আপ্রান
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।