সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৫কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার ভোররাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকা হতে এ মাদক জব্দ করা হয়। তবে কোন আসামী আটক হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫ কোটি টাকা। এবিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান অধিনায়ক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।