আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে র্যাব।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র্যাবের অভিযানে ৪জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। ১১জনকে হাতেনাতে ধরে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। মোট ১৫জনের এক লক্ষ ৬৯ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
র্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে। এমন খবরের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি দুপুরে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সাতক্ষীরার সমন্বয়ে জেলার পাটকেলঘাটা থানাধীন দলুয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় বাজারের নারায়ন চন্দ্র মন্ডল (৬৫) ও নিত্য নন্দন সরকার (৫০)কে ২০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। এছাড়া বিশ্বনাথ মন্ডল (৪১) ও রবিন মন্ডল (৩১)কে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, রমেশ সরকার (৩৫)কে ৫ হাজার টাকা, উদয় মন্ডল (১৮)কে এক হাজার টাকা, শ্রীকান্ত মন্ডল (২৫)কে এক হাজার টাকা, রাজু মন্ডল (২৬)কে একহাজার টাকা জরিমানা, গনেশ (৩৫)কে ৩ হাজার টাকা, সমিরন (৩৫)কে ৩ হাজার টাকা, শুভ (২৪)কে ৩ হাজার টাকা, শাহাদেব (৩০)কে ৩হাজার টাকা, আল মামুন (২২)কে ৩ হাজার টাকা, শংকর (৩৫)কে ৩হাজার টাকা এবং জয়ন্ত সরকার (৩৩)কে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬৭ কেজি চিংড়ি ও জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিক স্বেচ্ছায় পরিশোধ করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।