মুজাহিদ,সাতক্ষীরা ব্যুরো:
নিজের বাবা মাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো ও নির্যাতন করে ভরন পোশন না দেওয়ায় পুত্র উৎপল সাহা (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত ৮ মার্চ শুক্রবার রাতে তাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোড়ের বাড়ি থেকে গ্রেফতার করে পাটকেলঘাটা থানা পুলিশ। উৎপল সাহা তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরাম পুর গ্রামের দিনবন্ধু সাহার ছেলে। শুক্রবার বিকালে দিনবন্ধু সাহা পুত্র উৎপল সাহার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।এলাকাবাসী সূত্রে, জানা গেছে,সুচতুর সম্পদ লোভী পরকিয়া প্রেমে আসক্ত উৎপল সাহা তার স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ২০২২ সালে স্ত্রী মৌসুমী সাহাকে আত্মহত্যায় প্ররোচিত করেন। পরে ঘটনাটি ভিন্ন খাদে নিয়ে সে এই অপরাধ থেকে বাসতে নিজে মামলার বাদী হয়ে নিজের বাবা মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ঐ মামলায় তার বাবা মাকে কারাগারে পাঠান।সেই সুযোগে পাটকেলঘাটা বাজারের বাড়িটা নিজেই দখল করে নেন।বেশকিছু দিন আগে বাবা মায়ের কাছে পুনঃরায় সম্পত্তি দাবী করে আসছিল উৎপল সাহা।বাবা মাঝে তার কথা না শোনার কারনে সে তার বৃদ্ধ বাবা মাকে ভরন পোষন বন্ধ করা সহ শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। পুত্রের এই নির্যাতন সইতে না পেরে বাবা বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পিতা মাতার ভরন পোষন করতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহা(৪২)কে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার পিতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।