আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাফর মোড়ল পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত. জবেদ আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাফর মোড়ল সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে সাইকেলে চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তাপার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।