আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদরের বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে, বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মহান আল্লাহর রহমত,পরিশ্রম এবং মা-বাবার দোয়া এই তিনটি জিনিস যার জীবনে আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না।আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করলে তোমাদের চলার পথ মসৃণ হবে।তোমরা তোমাদের লক্ষে পৌঁছে যাবে।কোন বাধা তোমাদের আটকাতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাখন লাল বিশ্বাস এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ সহ সুধীজনরা।