শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

সাতক্ষীরার রসুলপুরে রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা শহরের রসুলপুরে (করিমের মোড়) রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরা-যশোর সড়কের বেলাল মসজিদ সংলগ্ন পার্শ্বরোড মুখে (রসুলপুর পশ্চিমপাড়া করিমের মোড়) রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ গেট উদ্বোধন করা হয়।

রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মো. মামুন সিরাজ এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি এ কে এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ফিতা কেটে উক্ত গেট উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আলহাজ্ব মো. আজিবর রহমান, খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যাপক (অব.) গোলাম জাকারিয়া, উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক (পেশকার), যুবদল নেতা আলমগীর হোসেন ডাবলু, উপদেষ্টা কমিটির সদস্য মো. মশিউর রহমান, শফিকুল ইসলাম সবুর, মো. মনিরুজ্জামান খোকন, মো. আনিসুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ সভাপতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অজিহার রহমান, মো. বাবর আলী, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির (মহব্বত), সহ- সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন টুটুল, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক মো. কারুজ্জামান, দপ্তর এ কে এম মতলুবুর রহমান (স্বপন), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এসএম খলিলুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মো. আবুল বাশার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রিজিয়া খাতুন ছাড়াও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাবুর আলী খোকন, মতিউর রহমান মালী, শফিকুল ইসলাম, মদিনা স্টীলের স্বত্ত্বাধিকারী আবু সাইদ কায়েস, আলিফ এন্টারপ্রাইজের প্রভাষক আমিনুর রহমান, আবুল হাসান, ফয়েজ আহমেদ, আব্দুল আজিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদে বেলাল (রাঃ) এর মাওলানা মফিজুর রহমান। মোনাজাত শেষে কমিটির পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।