আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশছোঁয়া। এঅবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুঁইশাক ২০ টাকা, পেপে ২৬ টাকা, ডাল ১শ’ টাকা, পেঁয়াজ ১শ’ টাকা, মিষ্টি কুমড়া-৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা।
ক্রেতারা বলেন, ‘সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুটা কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে।’
চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা।
এবিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ জানান, ‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।’
জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, ‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।