আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সাতক্ষীরার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম চিংড়ী মাছ প্রতীক নিয়ে ৫২ হাজার ১১১ ভোট পেয়ে চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে এস এম শাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিক মোসলেমা খাতুন মিলি পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন।
তালা উপজেলা থেকে ও চতুর্থ বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, কাপ প্রিস প্রতীক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চিংড়ী মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে মোঃ ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারমান পদে ফুটবল প্রতীকের মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।
দেবহাটা উপজেলা পরিষদে মোঃ আল-ফেরদাউস আলফা হেলিকপ্টার প্রতিক নিয়ে প্রথম বারের মত ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৫২ ভোট। এছাড়া তালা প্রতীকের হাবিবুর রহমান সবুজ ভাইস চেয়ারম্যান ও কলস প্রতীকের জিএম স্পর্শ মহিলা ভাইস চেয়ারমান পদে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন।