আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৫২জন।
নির্বাচনে সভাপতি পদে এড. এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এড. শেখ আব্দুস সাত্তার পেয়েছেন ২৫৪ভোট।
সহ-সভাপতি পদে এড. এম. আবু বকর ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. মহিতুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট। এছাড়া এ পদে এড. এম. এ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট ও এড. খগেন্দ্র নাথ ঘোষ ৩৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এড. শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. তোজাম্মেল হোসেন তোজাম পেয়েছেন ১১৬ ভোট। এছাড়া এড. মোল্যা মো. আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট, এড. আকবর আলী ১০৪ ভোট ও এড. ওসমান গনি ৪২ ভোট পেয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে এড. মো. নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. কামরুজ্জামান ভূট্টো ২১৪ ভোট এবং এড. মো. হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন।
মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এড. সুলতানা পারভীন শিখা।
কোষাধ্যক্ষ পদে এড. সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. জহুরুল হক ১৫৬ ভোট, এড. মো. রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট ও এড. মো. ইউনুস আলী (২) ৪৫ ভোট পেয়েছেন।
লাইব্রেরী সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এড. মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে এড. মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও এড. মো. আব্দুল জলিল (৩) ৮৪ ভোট পেয়েছেন।
সদস্য পদে এড. আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, এড. সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট এবং এড. মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে এড. আবু তালেব ১৫০ ভোট, এড. মো. আব্দুর রাশেদ ১৪৩ ভোট, এড. শেখ রাশেদুজ্জামান সুমন ১৬৮ ভোট, এড. শামীম জাহান রুবেল ১৪১ ভোট ও এড. লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন দায়িত্ব পালন করেন। এছাড়া এড. ফেরদৌসী আরা লুসি, এড. তারক কুমার মিত্র, এড. আনিছুর কাদির ময়না, এড. খায়রুল বদিউজ্জামান, এড. এসএম মশিয়ার রহমান ও এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।