আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৮ বছর পর আজ ৩০ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের হলরুমে এই নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার নির্মাণ শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২৫টি পদে ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
প্রতিদন্দ্বী প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুল বারী, তরবারী প্রতিক ও তোফাজ্জেল হোসেন, ছাতা প্রতিক নিয়ে।
সহ-সভাপতির ৫টি পদে শহিদুল ইসলাম বাবু, উড়োজাহাজ প্রতিক, আলী হোসেন রাজু, দোয়াত কলম প্রতিক, মোঃ আব্দুল গফ্ফার মোটরসাইকেল প্রতিক, মোঃ ছাইদুল ইসলাম চশমা প্রতিক, মোঃ হাফিজুর রহমান ঢালাইমেশিন প্রতিক , আসাদুল ইসলাম টিউবঅয়েল প্রতিক, সিরাজুল ইসলাম খেজুর গাছ প্রতিক, রুহুল আমিন চেয়ার প্রতিক, সামছুর রহমান হরিণ ও আব্দুস সামাদ মোরগ প্রতিক নিয়ে।
সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম আনারস ও আব্দুর রাজ্জাক শিকদার বাঘ প্রতিক। যুগ্ম-সম্পাদক পদে মোঃ ইয়ার আলী হাতি ও মোঃ দিদারুল ইসলাম দেওয়াল ঘড়ি, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রজমান আলী কুড়াল, মোঃ তপুর আলী ঘোড়া, মোঃ মোসলেম সরদার উট ও মোঃ বাবর আলী কলস।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল কাশেম গোলাপফুল ও মোঃ আব্দুল কাদের সিংহ। সহ-সাংগঠনিক সম্পাদকের পদে মোঃ আব্দুল মুজিদ বাবু মাছ ও মোঃ তবির হোসেন (মাছখোলা) গরুর গাড়ি। প্রচার সম্পাদকের পদে মোঃ মিয়ারাজ হোসেন তালা ও মোঃ শফিকুল ইসলাম হারিকেন। সহ-প্রচার সম্পাদকের পদে আব্দুল হামিদ বাবু কাপ পিরিচ, ও মোঃ মিজানুর রহমান ট্রাক। কোষাধ্যক্ষ পদে আব্দুর জব্বার বাইসাইকেল ও মোঃ রুহুল কুদ্দুস ডালিম। দপ্তর সম্পাদক পদে আল আমিন প্রজাপতি ও মোঃ আজারুল ইসলাম খোকন কর্ণিক। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আলী জগ ও মোঃ হাবিবুর রহমান ফুটবল। সমাজ কল্যাণ সম্পাদক পদে আবুল খায়ের মই ও মোঃ হোসেন আলী ডাব। যোগাযোগ সম্পাদক পদে মনিরুল ইসলাম টেলিভিশন ও মোঃ জালাল উদ্দিন উটপাখি।
ধর্ম বিষয়ক সম্পাদক পদে আহসান হাবিব সিলিংফ্যান ও মোঃ শাহাজান আলী আম।
এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৫টি পদে আইয়ুব আলী টেবিল ল্যাম্প, জাহাঙ্গীর (ইটাগাছা) আপেল, আব্দুল্লাহ সরদার প্রাইভেটকার, আব্দুস সবুর কবুতর, জাহাঙ্গীর (শাল্লে) করাত, মোঃ কবির হোসেন খোকন মাইক, মোঃ শেখ কাদের বই, মো: রবিউল ইসলাম রিকশা, মোঃ মফিজুল ইসলাম ইজিবাইক ও তপন সরকার টেলিফোন।
নির্বাচনে ১৪৪১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ, সদস্য সচিব এনছান বাহার বুলবুল ও সদস্য শেখ শফিক উদ দৌলা সাগর।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।