এস এম তাজুল হাসান সাদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে
দুর্ধর্ষ এই ছাগল চুরির ঘটনা ঘটায়। সঙ্গবদ্ধ চোর চক্র বুধবার (১৮অক্টোবর) দিবা-গত রাতের কোন এক সময় প্রায় ৬০ কেজি ওজনের বৃহৎ আকৃতির ছাগলটির ঘর থেকে বের করে, সেখানেই জবাই করে নিয়ে চম্পট দিয়েছে। ছাগলটির মালিক কালিকাপুর গ্রামের খলিলুর রহমান সরদারের ছেলে লুৎফর রহমান বলেন তিনি কালো রঙের ছাগটি প্রায় ৩ বছর ধরে পালন করছেন। ৬০ কেজির অধিক ওজনের ছাগলটি তিনি বুধবার সন্ধ্যার পর গোয়াল ঘরে বেঁধে রাখেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের পাশেই প্রচুর রক্ত পড়ে আছে। গোয়াল ঘরের তালা এবং রেলিং ভাংগা। ধারণা করা হচ্ছে রাত্রের কোন এক সময় সুযোগ বুঝে সঙ্ঘবদ্ধ চোরচক্র ছাগলটি গোয়াল ঘর থেকে বের করে জবাই নিয়ে করে নিয়ে চলে যায়। ছাগল জবাই করে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।