আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা
বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন, কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ১৫টি অতি গরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান, এছাড়া সিমান্তে মাদকদ্রব্য চোরাকারবারি বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা, পৌরসভার রোড লাইট, রাস্তা-ঘাটের উন্নয়ন, সায়রের খালকে প্রবাহমান করা, শহরে যানজট নিরসনে দিনেরবেলায় ট্রাক চলাচল বন্ধ, যেখানে সেখানে যত্রতত্র বালু-ইট খোয়া ফেলে জনগণের পথরোধ সৃষ্টি না করা, জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর নজর রাখা যাতে তারা মাদকে আসক্তি না হয়, শ্যামনগরের গাবুরা ইউনিয়ন টেকসই বেড়িবাঁধ নির্মাণ রক্ষা প্রকল্পটি সঠিক ভাবে করার জন্য তাগিদ দেওয়া, বরসা এনজিও কর্মকর্তারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়ায় এলাকার অনেকে নিঃস্ব হয়েছে, যাতে তাদের সম্পত্তিগুলো বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, স্কুল-কলেজে সামনে নারীদের ইভটিজিংকারী বখাটেদের আইনের আওতায় আনাসহ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতার আহবান জানান।
সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এস এম আতাউল হক দোলনকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, ৩৩ বিজিবি’র অধিনায়ক, জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, সকল উপজেলার নির্বাহী অফিসার, র্যাব, আনসার ব্যাটালিয়নসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা মার্চ মাসে মাদকদ্রব্য উদ্ধার ও মামলা, মামলা নিষ্পত্তি করায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।মসজিদ গুলোতে সিসিটিভির আওতায় নিয়ে আসা। তাছাড়া সায়রের খাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন করাসহ পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও জেলা পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।