সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম মো: জাহাঙ্গীর আলম(২৮),সে চট্টগ্রাম জেলার বাশখালী, গুনাগুরী, থানার বাসিন্দা, মৃত মীর মোহাম্মদের ছেলে।
ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার, কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে এবং সুযোগ্য অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার, তারেক ফয়সাল ইবনে আজিজ নেতৃত্বে কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ০৯/০৭/২০২৩ তারিখ রাত্র ০০.১৫ ঘটিকার সময় এসআই (নিঃ) তন্ময় দেবনাথ, এএসআই(নিঃ)/বিএম তৌহিদুজ্জামান, এএসআই(নিঃ) গোপাল চন্দ্র বৈদ্দ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায়, ১৫০০(এক হাজার পাচশত) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৪,৫০,০০০/- টাকা সহ আসামিকে কলারোয়া থানাধীন গয়ড়া বাজারস্থ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেপ্তার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় মামালা দায়ের পূর্বক কলারোয়া থানায় ০৯/০৭/২০২৩ ইং তারিখে মামলা নং-০৭, , ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ নিয়মিত মামলা রুজু হয়।