সোহারাফ হোসেন সৌরাভ,সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরায় জেকে বসেছে পৌষের কনকনে শীত। অসহায় শীতার্ত মানুষের তীব্র শীতের কষ্ট লাগবে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. রেজা রশীদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বেগম মাহফুজা সুলতানা রুবি, এডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, শিল্পী রানী মহলদার, সাধারণ সদস্য ইন্দ্রজিত দাস, শেখ আমজাদ হোসেন, সৈয়দ আমিনুর রহমান বাবু, মোঃ নজরুল ইসলাম, শেখ ফিরোজ কবির, মোঃ আব্দুল হাকিম, মোঃ গোলাম মোস্তফা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান প্রমূখ। উল্লেখ্য সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৭ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের মাধ্যমে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।