শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা ম্যানগ্রোভ কমিউনিটি সেন্টারে এ নির্বাচন সম্পন্ন হয়। প্রতিটি উপজেলা থেকে ৩ জন করে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মোট ২১ জন প্রতিনিধি এ নির্বাচনে অংশ গ্রহণ করেন। সভাপতি পদে শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মুখার্জী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে ও অর্থ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সদর উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান ১০ ভোট, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ৮ ভোট ও ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজিবুল ইসলাম ৩ ভোট প্রাপ্ত হন। অর্থ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ১৫ ভোট ও তালা উপজেলার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম ৬ ভোট প্রাপ্ত হন। পরবর্তীতে নির্বাচন কমিশনার ও উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতিতে সিনিয়র সহ সভাপতি পদে মো: এনামুল হক,সহ সভাপতি পদে আক্তার আসাদুজ্জামান, মো: বদিউজ্জামান, সহ সাধারণ সম্পাদক পদে সহদেব হালদার ও দপ্তর সম্পাদক পদে মো: নজিবুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়,নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এবাদুল ইসলাম ও, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুখেন্দ্রনাথ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।