শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

সাতক্ষীরা তালায় আটারই কিশোরীর মৃত্যু নিয়ে ধুম্রজালঃ

মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি, তালা সাতক্ষীরঃ
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

 

মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ, প্রতিনিধিঃ তালা সাতক্ষীরা

তালার আটারই গ্রামে শিল্পী নামে এক কিশোরীর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নানা ধরনের গুঞ্জন শুরু করেছে।

গত (০৩ জুলাই) সোমবারে মৃত্যু বরণ করেন কিশোরী শিল্পী খাতুন (২৫)। আটারই গ্রামের প্রবাসী সুবাহান সরদারের মেয়ে শিল্পী খাতুন। শিল্পী খাতুনের ডির্ভোসের পর বাবার বাড়িতে তার একমাত্র কন্যা আশা (৫) কে নিয়ে থাকতেন।

কিশোরীর মা ফরিদা বেগম সকালে রুমে তালা দিয়ে কবিরাজের বাড়িতে বেড়াতে জায়। বাড়িতে ফিরে তালা খুলে খাটের নিচে তার মৃত দেহ দেখতে পাই।

তবে এবিষয়ে এলাকাবাসীর মুখে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন। শিল্পী পিতা সোবহান সরদার ১১বছরের অধিক সময়ে ডুবাইতে কাজ করেন। শিল্পী খাতুনকে কাফনের আগে গোছল করানোর সময় গলায় দাগ দেখতে পাই এবং মাথার পিছনে ক্ষত ও রক্তাক্ত দেখতে পাই তারা।

এলাকাবাসী জানান, মা আর মেয়ে বাড়িতে ছিল, সকালে মেয়ে শিল্পীর সাথে কথা বলে বাইরে থেকে তালা দিয়ে কবিরাজারের বাড়ি গেলো এবং তার ভাইকে নিয়ে বাড়ি ফিরে মেয়ের লাশ দেখলো। তারপরও মেয়ের গলায় দুটি দাগ দেখা গেলো এবং মাঠার পিছনে কাঁটা দাগ সহ রক্তাক্ত ছিল। রুমের বেড সিড ও কম্বলে রক্তের দাগ ছিলো

এবিষয়ে শিল্পীর চাচা জানান, কান্না কাটির আওয়াজ শুনে ভাই সোবহানের বাড়িতে আসি, দেখি ভাইজি শিল্পীর নিথর দেহ মাটিতে পড়ে আছে। শিল্পীর মামাকে নিয়ে আমি লাশটাকে বাইরে রের করি। গলায় ক্ষত দাগের কথা জানতে চাইলে তিনি বলেন ওটা তার জন্মগত দাগ।

নিহত শিল্পীর ভাই সাব্বির সরদার (১৫) জানান, আমার দাওয়াত থাকায় আমি বাড়িতে ছিলাম না। সকালে এসে আমার বোনের লাশ দেখি। আমার বোন বিভিন্ন রোগে আক্রান্ত ছিল এজন্য হয়তো রাতে স্টক করে মারা গেছে।

শিল্পীর মা ফরিদা বেগম জানান, সকালে শিল্পীর সাথে কথা বলে ওর মেয়েকে নিয়ে কবিরাজের বাড়ি গেছিলাম ফিরে এসে দেখি তার নিথর দেহ। বাইরে তালা লাগিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রুমে অনেক টাকা পয়সা ছিল, জমির দলিল ছিল এজন্য বাইরে থেকে তালা মেরে গেছিলাম।
রক্তাক্ত ও ক্ষত দাগের বিষয়ে জানতে চাইলে তিনি এসকল বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি এখনো। অভিযোগ করলে তদন্ত অন্তে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।