মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি, তালা সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় তালা ডুমুরিয়া গ্রামে ধর্ষণের স্বীকার মিরা (ছদ্মনাম) ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া ছাত্রী।
ধর্ষনের ফলে ১১ বছরের এক শিশু কন্যাটি ৪মাসের গর্ভবতী হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির পিতা মোঃ মনিরুল ইসলাম ১৩ই টা জুন তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ধর্ষক রমজান আলী মোড়ল ও বাপ্পি মোড়লকে তালা থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস পূর্বে মনিরুল ইসলামের মেয়ে ডুমুরিয়া গ্রামের মৃত বক্স মোড়লের ছেলে রমজান আলী মোড়ল(৫৫) বাড়ির পাশে গাছের ডাল কাটতে যায়। এ সময় রমজান মোড়ল মেয়েটিকে মুখ চেপে ধরে তার ঘরের পেছনে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে প্রান নাশেরও হুমকি দেন রমজান মোড়ল।
এ ঘটনা ইনছাব মোড়লের ছেলে বাপ্পী মোড়ল দেখে ফেলে। পরবর্তীতে বাপ্পী মোড়ল ঘটনাটি জানাজানি করে দেবে মর্মে ভয় দেখিয়ে মেয়েটির দুর্বলতার সুযোগে খুঁজে (মিরা) বাপ্পীর বসত ঘরে নিয়ে দফায় দফায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনাটি৫ মাস অতিবাহিত হলে মেয়ের শারিরীক অবস্থার পরিবর্তন হলে মামলার বাদী মনিরুল ইসলাম মেয়েকে গত ৯ জুন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়ের গর্ভধারনের বিষয়টি নিশ্চিত করেন।
ফলে মনিরুল ইসলাম গত মঙ্গলবার (১৩ জুন) তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, অভিযোগের ভিত্তিতে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আসামীদেরকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।