মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
তালা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আহত হয়েছেন দুই জন। বুধবার (৩১মে) তালা সদর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,শাহপুর গ্রামের মৃত:আয়ুব আলী গাজীর ছেলে জয়নুউদ্দীন গাজী (৬০) এবং তার ছেলে মো:জুয়েল গাজী(৩২)।
ঘটনার বিবরণে জানা যায়,জুয়েল গাজী ও তার পিতা জয়নুউদ্দীন গাজী দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জমিতে পাকা ঘর নির্মাণ কাজ আরম্ভ করে। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত লোকমান শেখের ছেলে সালাউদ্দিন শেখ(৪তার স্ত্রী তাছলিমা বেগম (৪০) ও মৃত বারী শেখের ছেলে কাশেম শেখ (৩৫) শাবল,দা,লাঠি নিয়ে আক্রমণ করে। আকস্মিক আক্রমণে পিতা জয়নুউদ্দীন গাজী এবং পুত্র জুয়েল গাজী আহত হয়েছে। এদিকে পুত্রকে শাবলের আঘাত থেকে রক্ষা করতে পিতা বাঁধা প্রদানের চেষ্টা করে। ফলে লাঠির আঘাতে তার মাথা গুরুতর জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের ডাক চিৎকার শুনে তাদের কে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় জয়নুউদ্দীন গাজীর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয় করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন,বিষয়টি শুনেছি তবে এখনও এবিষয় কোন মামলা হয় নি বলে জানা গেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।