এস,এম,নেওয়াজ শরীফ,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
তালায় বেসরকারি সংস্হা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের মৎস্যখাতে অর্ধদিবস মাঠ দিবস অরুষ্ঠিত হয়েছে।পূর্ব নির্ধারিত সূচিনুযায়ী মৎস্যখাতের দেওয়ানিপাড়া ক্লাস্টারের আলমমগীর হোসেনের উত্তম পদ্ধতিতে গলদাচাষের পুকুর পাড় সংলঘ্ন দেওয়ারিপাড়া সরকারি প্রাধমিক বিদ্যালয়ের মাঠে অর্ধদিবস ব্যাপি গলদা চিংড়ির উপর মাঠ দিবসের আলোকে ফলাফল তুলে ধরা হয়।ক্লাস্টারের আশেপাশে অবস্হিত সমিতি থেকে সদস্য ও বিভিন্ন পেশার লোকজন হাজির হয়ে মাঠদিবসকে সফল করে তোলেন।
মাঠ দিবসে গলদার চাষ,রোগ বালাইনাশক ও বাড়িতে হাতে তৈরি সম্পরূক খাবারের গুরূত্ব তুলে ধরে আলোচনা করেন উন্নয়ন প্রচেষ্টার মৎস্যকর্মকর্তা এস,এম,নেওয়াজ শরীফ সুমন।গলদা চাষের উপর গুরূত্বপূর্ণ আলোচনা রাখেন মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী বাবু শিবাসিস বৈরাগি,সংস্হার সমন্বয়কারী এ,এস,এম মুজিবুর রহমান।কৃষিবীদ গিয়াসউদ্দিন,সিনিয়ার ক্রেডিট অফিসার বাবু উত্তমহরি।এছাড়া আরো উপস্হিত ছিলেন তালা শাখার শাখা ব্যাবস্হাপক আক্তারূল হোসেন,হিসাব রক্ষক বাবু সুধাংশু সরকার ও আরো অনেকে।সমগ্র মাঠ দিবসটি পরিচালনা করেন মৎস্যকর্মকর্তা এস,এম,নেওয়াজ শরীফ এবং সঞ্চলনা করেন সহকারি মৎস্যকর্মকর্তা মো:তরিকুল ইসলাম।মাঠ দিবস শেষে ফলাফলা স্বরূপ গলদ চিংড়ি ধরে তার গ্রোথ সম্পর্কে আলোকপাত করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।