নাজমুল ইসলাম,তালা উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানব সেবা ব্লাড ফাউন্ডেশন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে,এতিম শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করার জন্য প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল ) বেলা ১১টায় উপজেলার তালা সদর ইউনিয়ন পরিষদের সামনে বিল্ডিংয়ে অবস্থিত মানবসেবা ব্লাড ফাউন্ডেশনের অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা মানবসেবা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান রাজ।সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস সুমনা,সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক জনি,সদস্য সচিব তুহিন পরভেজ।
প্রচার সম্পাদক আল-আমিন বিশ্বাস, ক্যাশিয়ার তৌহিদ হোসেন রুপম,হাসিবুর রহমান রাজ,আক্তারুল,তানিশা, ফারজানা,পিএম রাসেল,কাজী শুভ,খাইরুল বিশ্বাসসহ আরো অনেকে।আলোচনা সভায় বক্তারা বলেন, যারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে তারা সমাজের নক্ষত্র।সঠিক রক্তদানের মাধ্যমে সমাজের বয়ালব্যাধি মাদক থেকে যুব সমাজ দুরে থাকে।