মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
একাধিক অনিয়মে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে সাতক্ষীরার তালা ফাযিল (আলিয়া) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা ফাযিল আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বক্কর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মোঃ নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নির বডির সদস্য বৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়,কমিটির সদস্যদের অমান্য করায়, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখা, নারীঘটিত একাধিক অভিযোগসহ বিভিন্ন জাতীয় দিবস পালনে অনীহা দেখা যায়। এ বিষয়ে কমিটির জরুরী সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকে ঐ অধ্যক্ষ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শাণো নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’র সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।