শেখ আব্দুল্লাহ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় গাঁজা গাছ সহ অসিত বিশ্বাস (৪৫) নামক একজনকে আটক করেছে তালা থানা পুলিশ।
আজ শনিবার (২০ মে) রাত ১২টায় তালা উপজেলার ঘোনা গ্রামে বসত বাড়ীর পিছন থেকে ১৮টি গাঁজা গাছ সহ অসিত বিশ্বাস কে
আটক করা হয়েছে। তালা থানা এসআই রাজীব সরদার জানান, বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছের চাষ করতো অসিত বিশ্বাস। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তালা থানার একটি তালা উপজেলার ঘোনা গ্রামে অসিত বিশ্বাসের বাড়ীতে অভিযান চালায় এসময় তার বসত বাড়ীর পিছন থেকে ১৮টি গাঁজা গাছ তার ( ওজন ১ কেজি ৪০০ গ্রাম) সহ তাকে আটক করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ঘটনা টি নিশ্চিত করে জানান, অসিত বিশ্বাসের বিরুদ্বে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।