সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একজন, মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ।
মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী”র' দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান এর" সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার, অফিসার ইনচার্জ, তারেক ফয়সাল ইবনে আজিজ "এর' নেতৃত্বে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ২৩/০১/২০২৪ তারিখ রাত ৪.৩০মিনিটে এসআই, দেব কুমার দাস, এএসআই, বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায়
“সাতক্ষীরা জেলার, সাতক্ষীরা থানাধীন পদ্মশাখরা গ্রামের ইউসুফ আলী’র বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে। পদ্মশাখরা গ্রামের, আব্দার আলী গাজীর, ছেলে মো: ইউসুফ আলীকে (৩৫)তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসসহ, সাতক্ষীরা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মাশাখরা গ্রামে মো: ইউসুফ আলীকে (৩৫)তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসসহ,আমাদের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট হাট বাজারে ও গ্রামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মঙ্গলবার সাতক্ষীরা থানার মামলা নং-৩০ , তারিখ- ২৩/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক) এর একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।