আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে গণমুখী ক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র বলেন, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলি নির্মাণ করা হচ্ছে। আমরা পৌরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই জার্মান সরকারের দেওয়া সাতক্ষীরা পৌরসভার জন্য উন্নয়নে বরাদ্দকৃত কেএফডব্লু প্রকল্পের কাজ শুরু হবে। কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভার চেহারাই পাল্টে যাবে। সেজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ, কাটিয়া সদর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লূর রহমান, বিশিষ্ট সমাজসেবক সুধাংশু শেখর সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জুলফিকার আলী ভূট্টো, নিরিবিলি কমিউনিটি সেন্টারেরর স্বত্বাধিকারী মো. হাসান, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, এসও মো. কামরুজ্জামান শিমুল, মো. মোহাব্বাত হোসেন, বিশিষ্ট নারী নেত্রী জ্যোৎস্নস দত্ত, আরিফ হোসেন, আব্দুর রশিদ, শওকত হোসেন, রাহুল দত্ত, মাহামুদ হোসেন,
কমল বিশ্বাস, শওকাত হোসেন, এস এম ময়না, গফফার হোসেন, মগফুর হোসেন, গৌরব প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে গণমুখী ক্লাবের সামনে থেকে থানাঘাটা-নারকেলতলা রাস্তা অভিমুখে ৩৩০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ৩০ লক্ষ ১১ হাজার ১৯৫ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম রাজিববিল্লাহ রাজু।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।