আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমান লাঞ্চিত হওয়ায় এক প্রতিবাদ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি কর্মক্ষেত্রে কোন না কোন অঘটন ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হলেও তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি? বক্তারা সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সিইও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মোশারফ হোসেন, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি শৈখ রফিকুল ইসলাম (শাওন), খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাব-এডিটর মারুফ আহম্মদ খান (শামীম), সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমান, শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল ইসলাম, আবু বকর, শেখ সাইদুজ্জামান প্রমূখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।